বেলারুশে হাজার হাজার মানুষের সরকারবিরোধী আন্দোলন থেকে সাড়ে ৩শ’রও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
রোববার রাজধানীর মিনস্কসহ আশপাশের কয়েকটি শহরেও প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে এই আন্দোলনে জড়ো হয় বিক্ষোভকারীরা।
এ সময় তারা নতুন নির্বাচন আর রাজবন্দিদের মুক্তি দাবি করে। ৭৭ জন মানবাধিকারকর্মী ও ব্লগার বর্তমানে কারাগারে রয়েছেন। বিক্ষোভকারীরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সংবাদকর্মীদের কাজে ফিরিয়ে আনারও জোরালো দাবি তোলেন।
তারা অভিযোগ করেন, সত্য গোপনের জন্যই বিদেশি সাংবাদিকদের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রেসিডেন্ট ছাড়াও দেশটির ভোট জালিয়াতির সঙ্গে জড়িতদের ওপর শুক্রবার নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি