চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের মানবাধিকার রক্ষায় চীনের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের ৩৯টি দেশ।
এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। যদিও এই বিবৃতির তীব্র সমালোচনা করেছে চীন। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রসহ কানাডা, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো ক্ষমতাধর দেশ।
এছাড়া ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশও এতে স্বাক্ষর করেন। জাতিসংঘে মানবাধিকার সংক্রান্ত এক সভায় জার্মান দূত ক্রিস্টোফ হেউজেন জানান, মানবাধিকারের প্রতি সম্মান জানাতে আমরা চীনের প্রতি আহ্বান জানিয়েছি।
দেশগুলোর এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থানীয় প্রতিনিধি জাং জুন জানান দেশগুলোর মধ্যে ‘দ্বন্দ্ব উসকে দেয়াই’ এ বিবৃতির লক্ষ্য।
নিউজ ডেস্ক/বিজয় টিভি