নির্বাচনি বিতর্কে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্স ও কমলা হ্যারিস নানা ইস্যুতে পরস্পরকে আক্রমণ করেছেন।
স্থানীয় সময় বুধবার ইউটাহ রাজ্যের সল্ট লেক সিটিতে পরস্পরের মুখোমুখি হন তারা। এ সময় করোনাভাইরাস ও বর্ণবাদের মতো নানা ইস্যুতে পরস্পরকে আক্রমণ করেন তারা। দেড় ঘণ্টার বিতর্কে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, পররাষ্ট্র নীতি, আইন-শৃঙ্খলা, সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের মতো বিষয়গুলোও উঠে আসে।
এ সময় দুই প্রার্থীই তাদের পরিকল্পনা ও কর্মসূচী তুলে ধরেন। ট্রাম্পের রানিং মেট ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ট্রাম্প প্রশাসনের সাফল্যের ফিরিস্তি তুলে ধরেন। অন্যদিকে, ডেমোক্র্যাটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস সরকারের নানা ব্যর্থতার খতিয়ান তুলে ধরেন।
বিতর্ক অনুষ্ঠানের সঞ্চালনা করেন, ইউএসএ টুডে-র সাংবাদিক সুসান পেজ। প্রেসিডেন্সিয়াল বিতর্কে উত্তপ্ত বাক্য বিনিময় হলেও এদিন তা ছিল বেশ শান্ত। করোনার সংক্রমণ এড়াতে বিতর্কে বাড়তি সতর্কতা নিতেও দেখা গেছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি