আর্মেনিয়ার একটি ঐতিহাসিক গির্জায় আজারবাইজানের সৈন্যরা গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে দেশটির সরকার।
বার্তাসংস্থা বিবিসি জানায়, গোলাবর্ষণে সুসা শহরের ‘হলি সাভিয়ার’ নামের ওই গির্জাটি ভয়াবহ ক্ষতির শিকার হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। গির্জায় অবস্থানরত শিশু, নারী ও পুরুষেরা বেসমেন্টে লুকিয়ে কোনো রকম প্রাণে বেঁচে যান। এদিকে, আর্মেনিয়ার গোয়েন্দা
প্রধান আর্গিস্তি কিয়ারামিয়ানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট আর্মেন সার্কিসিয়ান তার ক্ষমতা বলে একটি ডিক্রির মাধ্যমে কিয়ারামিয়ানকে তার পদ থেকে অব্যাহতি দেন।
গত জুনে এ পদে তাকে নিয়োগ দেয়া হয়। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পরামর্শ অনুযায়ী কিয়ারামিয়ানকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়। তবে, ওই ডিক্রিতে তাকে ছাঁটাই করার কারণ জানানো হয়নি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি