লেবাননের বৈরুতে আবারো একটি জ্বালানি ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
বার্তাসংস্থা বিবিসি জানায়, শুক্রবার বৈরুতের ‘তারিক-আল-জিদে’ একটি জ্বালানি ট্যাংকে আগুন লাগার পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের শব্দে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাসিন্দাদের চিৎকার করতে দেখা যায়। এ সময় সরু গলির মধ্যে থাকা ভবনের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ভবনগুলোতে আটকেপড়া বাসিন্দাদের বের করতে উঁচু মই ব্যবহার করতেও দেখা গেছে ফায়ার সার্ভিস কর্মীদের।
তবে, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। এর আগে গত ৪ আগস্ট বৈরুত বন্দরের একটি গুদামে আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় প্রায় ২০০ মানুষ নিহত হয় এবং আহত হয় অন্তত সাড়ে ছয় হাজার।
নিউজ ডেস্ক/বিজয় টিভি