আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছালেও এখনো পর্যন্ত তা মানেনি কোন দেশ।
রোববারও থেমে থেমে দুই দেশের মধ্যে গোলাবর্ষণ ও হামলার ঘটনা ঘটেছে। এ দিনও দেশ দুটি যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরের দিকে আঙুল তুলেছে।
আজারবাইজানের দাবি, রোববারেও তাদের গুরুত্বপূর্ণ শহরগুলিকে লক্ষ্য করে কামান দেগেছে আর্মেনিয়া। এর ফলে বাড়িঘর বিধ্বস্তের পাশাপাশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।
আর্মেনিয়াও অভিযোগ করে জানায়, আজারবাইজানই যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে। মস্কোতে যুদ্ধবিরতির সিদ্ধান্ত অনুসারে দেশ দুটি আটক যুদ্ধাপরাধীদের হস্তান্তর করার প্রস্তাব গ্রহণ করলেও তা এখনো কার্যকর হয়নি।
এদিকে, যুদ্ধবিরতি লঙ্ঘিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন আবারও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি