মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বয়স্করা গুরুত্বহীন বলে তার সমালোচনা করেছেন প্রতিদ্বন্দী প্রার্থী জো বাইডেন।
মঙ্গলবার, ফ্লোরিডায় গণসংযোগে গিয়ে এ কথা বলেন ডেমোক্রেটিক প্রার্থী বাইডেন। এ সময় করোনাভাইরাস মোকাবিলায় ট্রাম্পের পদক্ষেপের সমালোচনাও করেন তিনি। করোনার পাশাপাশি ফ্লোরিডার বয়োজ্যেষ্ঠ ভোটারদের প্রশংসাবাক্যে ভাসিয়েছেন বাইডেন।
তিনি বলেন, ট্রাম্প নির্বাচনে জয় পেতে বয়স্ক ভোটারদের শুধুমাত্র ব্যবহার করেছেন। মার্কিন নির্বাচনে যে কয়েকটি অঙ্গরাজ্যকে ‘ব্যাটল গ্রাউন্ড’ বলা হয়, সেগুলোর মধ্যে ফ্লোরিডা অন্যতম। ফ্লোরিডায় নির্বাচনী প্রচারে গিয়ে জোরেশোরে গণসংযোগ চালান ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। এর আগের দিন করোনাভাইরাসের পরীক্ষা শেষে ট্রাম্প ফ্লোরিডায় সমাবেশ করে গণসংযোগ চালান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি