এক বছরেরও বেশি সময় গৃহবন্দি থাকার পর মুক্তি পেয়েছেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট মেহবুবা মুফতি।
মঙ্গলবার রাতে তাকে মুক্তি দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন, জম্মু-কাশ্মির সরকারের মুখপাত্র রোহিত কানসাল। রাজ্যটির বিশেষ অধিকার ও স্বায়ত্তশাসন বাতিলে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর, ২০১৯ সালের ৫ আগস্ট সাবেক তিন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিসহ শীর্ষস্থানীয় রাজনীতিকদের আটক করা হয়।
তবে, এ বছরের শুরুতে ওমর আব্দুল্লাহ ও ফারুখ আব্দুল্লাহসহ কয়েক জনকে মুক্তি দেয়া হলেও গৃহবন্দি ছিলেন মেহবুবা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি