আগামী সপ্তাহে ভারত সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার।
মঙ্গলবার (২০ অক্টোবর) অ্যাটলান্টিক কাউন্সিলে ভাষণে এসপার বলেন, এ শতাব্দিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হবে ভারত। হিমালয় এলাকায় প্রতিনিয়ত চীনের আগ্রাসন মোকাবিলা করছে ভারত।
এই সফর রাশিয়া ও চীনের প্রভাব মোকাবিলায় পুরোনা মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার এবং নতুক সম্পর্ক তৈরির অংশ বলেও জানান তিনি। গত মাসে সাইবার প্রতিরক্ষা সংলাপ শুরু করেছে দুই দেশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি