এবারের নির্বাচনে ২০১৬ সালের চেয়েও বড় ব্যবধানে জয়ী হবেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে এমন দাবি করেন তিনি। এ সমাবেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের তীব্র সমালোচনাও করেন ট্রাম্প।
তিনি অভিযোগ করে জানান, এবারের নির্বাচনে বাইডেন জয়ী হলে যুক্তরাষ্ট্রকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন।
এদিকে, ডোনাল্ড ট্রাম্প নিজের স্বার্থ সংশ্লিষ্ট কাজ ছাড়া কারো জন্য কিছু করেননি বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বাইডেনের পক্ষে প্রচারে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
অন্যদিকে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটারদের তথ্য ইরান ও রাশিয়ার হাতে রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। নির্বাচনের মাত্র ১৩ দিন আগে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সংস্থাটির পরিচালক জন র্যাটক্লিফ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি