আজ ২৪ আক্টোবর, বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ দিবস। ৭৫ বছর আগে ১৯৪৫ সালের এই দিনে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতিসংঘ।
জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সাল থেকে প্রতি বছরের ২৪ অক্টোবর এ দিনটি বৈশ্বিকভাবে পালিত হয়।
যেমন ভবিষ্যত চাই, যে জাতিসংঘ আমাদের প্রয়োজন। সবার প্রতি আমাদের সম্মিলিত প্রতিশ্রুতি পুনর্বিবেচনা- প্রতিপাদ্যে এ বছর সারা বিশ্বে বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে।
এক ভিডিও বার্তায় সংস্থাটির মহাসচিব অ্যান্থোনিও গুতেরেস বৈষম্য ও বাধা থাকলেও হাল না ছাড়ার অঙ্গীকারের কথা জানান। এ সময় মহাসচিব বিশ্বজুড়ে মানুষের সুযোগ ও শান্তি বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি