নাইজেরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভের জেরে সংঘর্ষে এখন পর্যন্ত ৬৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন, দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। তবে, বিক্ষোভে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা এবং সেনা সদস্যের মৃত্যুর খবরও জানা গেছে।
নাইজেরিয়ার সাবেক নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকে নিহতের এ সংখ্যা ঘোষণা করা হয়। দেশের অশান্তি ও বিশৃঙ্খলার অবসান ঘটাতে ওই বৈঠকের আয়োজন করা হয়।
শুক্রবার এক ভার্চুয়াল বৈঠকে প্রেসিডেন্ট বুহারি জানান, বিক্ষোভে এখন পর্যন্ত ৫১ বেসামরিক, ১১ পুলিশ সদস্য ও ৭ সেনা সদস্য নিহত হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি