অস্ট্রেলিয়া সিডনি ও নিউ সাউথ ওয়েলস রাজ্যেও বেশ কিছু শহর আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা ধূলিঝড়ের কবলে পড়ে। বেলা বাড়ার সঙ্গে এ ঝড় আরও বাড়তে থাকে। রাতে ধূলিঝড় আরও বাড়তে পারে বলে ধারণা করে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
রাজ্যের প্রধান শহর সিডনিসহ আশপাশের কিছু এলাকা এই মারাত্মক ধূলিঝড়ের কবলে পড়ে। বাতাসে বিপজ্জনক মাত্রায় ধুলার উপস্থিতি থাকায় ধূলিঝড় কবলিত এলাকার বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবারের ধূলিঝড়ে সিডনির প্যারামিটারে বাতাসের প্রতি ঘনমিটারে ধুলার পরিমাণ ছিল ১০২ মাইক্রোগ্রাম। তবে রাজ্যের সিংলেটন শহরে ধুলার পরিমাণ ছিল ১২৮ মাইক্রোগ্রাম।
নিউ সাউথ ওয়েলস রাজ্যসহ অন্য কয়েকটি রাজ্যে আরও প্রচন্ড গতিতে ধূলিঝড় আঘাত হানতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখনো পর্যন্ত ১৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে ধূলিঝড়ের কারণে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি