মার্কিন নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। কেন্দ্রগুলো থেকে আসতে শুরু করেছে প্রাথমিক ফলাফল।
নির্বাচনের ফলাফল প্রকাশ শুরু হওয়ার পর দেখা যাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন খানিকটা এগিয়ে।
অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন বাইডেনের কাছাকাছি। এখনো বেশ কয়েকটি রাজ্যের ফলাফল হাতে আসেনি। ফলে কে হচ্ছেন ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট এ নিয়ে চলছে জল্পনা কল্পনা।
তবে জয়ের ব্যাপারে দুই প্রার্থীই বেশ আশাবাদী। তবে অভিযোগ করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী, কিন্তু তারা নির্বাচন চুরির চেষ্টা করছে। আমরা কখনোই তাদের সেটা করতে দেবো না।
অন্যদিকে, প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেন, আমরা জয়ের পথে রয়েছি বলে বিশ্বাস করি। তবে সব ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এখন আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি