পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আল কায়দা সংশ্লিষ্ট ঘাঁটিতে ফ্রান্সের বিমান হামলায় অন্তত ৫০ জন জঙ্গি নিহত হয়েছে।
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি এ কথা জানায়। নিহতরা সবাই আল কায়দার সঙ্গে যুক্ত বলে দাবি করেছে ফরাসি সরকার।
পার্লি বলেন, বুরকিনা ফাসো এবং নাইজেরিয়ার সীমান্ত এলাকায় শুক্রবার অভিযান চালায় ফ্রান্সের সেনাবাহিনী। ওই এলাকায় নজরদারি চালাচ্ছিল ফরাসি বাহিনীর ড্রোন। তখনই মধ্য মালিতে আল-কায়েদা গোষ্ঠীর জঙ্গিদের একটা বিশাল কনভয় নজরে আসে তাদের। ড্রোন দেখার পর গোপন আস্তানায় আশ্রয় নেয় জঙ্গিরা।
পরে বিমানবাহিনী ওই আস্তানা চিহ্নিত করে হামলা চালায়। এ ঘটনায় চার জঙ্গি জীবিত ধরা পড়েছে এবং প্রচুর অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি