রাশিয়ার তৈরি করোনাভাইরাসের সব টিকাই কার্যকর বলে দাবি করেছেন, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মঙ্গলবার, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে এ দাবি করেন তিনি। পুতিন জানান, বর্তমানে রাশিয়ায় যে দুটি নিবন্ধিত টিকা রয়েছে তা করোনা নিয়ন্ত্রণে পুরোপুরি কার্যকর। শিগগিরই তৃতীয় টিকার নিবন্ধনের জন্য আবেদন করা হবে বলেও জানান তিনি।
সম্মেলনে, ভ্যাকসিন দুটিকে নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত উল্লেখ করে পুতিন অভিযোগ করেন, রাজনৈতিক কারণে এর উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এসময়, টিকার জন্য সব দেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন রুশ প্রেসিডেন্ট।
ডেস্ক নিউজ/বিজয় টিভি