রাশিয়ার মধ্যস্থতায় নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে শান্তি চুক্তির পর হাজার হাজার জাতিগত আর্মেনিয়ানরা অঞ্চলগুলো থেকে পালাতে শুরু করেছে।
বার্তাসংস্থা বিবিসি জানায়, জাতিগত আর্মেনীয়রা তাদের নিজেদের ঘরবাড়ি ধ্বংস করে দিচ্ছে, যাতে আজারবাইজানের কোনো অধিবাসী সেখানে প্রবেশ করতে না পারে।
চুক্তি অনুসারে, আর্মেনিয়াকে ১৫ নভেম্বরের মধ্যে বেশ কয়েকটি জেলার নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। এরপরেই, অঞ্চলগুলো আজারবাইজানকে হস্তান্তর করা হবে।
সবশেষ গত মঙ্গলবার থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন হয়। এতে বিরোধীয় কারাবাখ অঞ্চলে রাশিয়ার শান্তিরক্ষীবাহিনী পর্যবেক্ষণ করার কথা রয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি