হিন্দি ক্রাইম থ্রিলার ‘সো লং ভ্যালি’র প্রিমিয়ারে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। সিনেমার এক প্রযোজককে প্রকাশ্যে জুতোপেটা করলেন অভিনেত্রী ও মডেল রুচি গুজ্জর। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে, যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
গত বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি সিনেমা হলে আয়োজিত ছিল ‘সো লং ভ্যালি’র প্রিমিয়ার। সেখানেই উপস্থিত হয়ে পায়ের স্যান্ডেল খুলে প্রযোজক মান সিংয়ের ওপর চড়াও হন রুচি।
জানা গেছে, মান সিং শুধু ছবির প্রযোজকই নন, চিত্রনাট্যকারও তিনি।
রুচি গুজ্জরের অভিযোগ, সিনেমার অপর প্রযোজক করণ সিং চৌহানের কাছে তিনি ২৫ লাখ টাকা দিয়েছিলেন। প্রতিশ্রুতি ছিল, তাকে নিয়ে সনি টিভির জন্য একটি শো তৈরি করা হবে। কিন্তু সেই টাকা ছবির নির্মাণে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি। শুধু তাই নয়, টাকা ফেরতও দেওয়া হয়নি বলে অভিযোগ অভিনেত্রীর।
এই অভিযোগের ভিত্তিতে করণ সিংয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার আম্বোলি থানায় প্রতারণার মামলা দায়ের করেছেন রুচি। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
অভিনেত্রীর আইনজীবীর ভাষ্য অনুযায়ী, মামলা শুধুমাত্র করণের বিরুদ্ধেই নয়, ছবির তিন প্রযোজক মান সিং, করণ সিং ও মহসিন খানের বিরুদ্ধেও দায়ের করা হয়েছে।
এদিন প্রিমিয়ারে রুচির সঙ্গে উপস্থিত ছিলেন তার সমর্থক একটি দল। অনেকের হাতে ছিল প্ল্যাকার্ড। তারা ‘প্রযোজকদের প্রতারণা’র প্রতিবাদে স্লোগান দেন। এই ঘটনায় বিশৃঙ্খলা তৈরি হয় অনুষ্ঠানে।
অভিযোগের জবাবে মান সিং বলেন, “এটা সম্পূর্ণ পাবলিসিটি স্টান্ট। রুচি চেয়েছিল ছবির মুক্তি বন্ধ করতে। আদালতের অনুমতি মেলায় ছবিটি নির্ধারিত সময়েই মুক্তি পেয়েছে। তাই রুচি এমন কাজ করেছেন।”
বর্তমানে ‘সো লং ভ্যালি’ ছবিটি সিনেমা হলে মুক্তি পেয়েছে। তবে ছবির থেকে এখন আলোচনার কেন্দ্রে অভিনেত্রীর বিক্ষোভ ও সেই ভাইরাল ভিডিও।