নির্বাচনে পরাজয় মেনে নেয়ার কাছাকাছি অবস্থানে নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, তার আইনজীবী রুডি জুলিয়ানি দাবি করেছেন, ভোট কারচুপির প্রমাণ আছে তাদের কাছে। এতে পাল্টে যাবে নির্বাচনের ফলাফল।
তবে, এখনই এসব প্রমাণ উপস্থাপন করতে অস্বীকার করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জুলিয়ানি বলেন, ভোট গণনায় রিপাবলিকানদের উপস্থিত থাকতে দেয়া হয়নি। নির্বাচনের দিন থেকেই ভোট গণনা নিয়ে অভিযোগ করে আসছেন ট্রাম্প। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও ফল মানতে নারাজ ট্রাম্প শিবির। আইনি লড়াইয়ে গেলেও এখন পর্যন্ত শক্ত প্রমাণ উপস্থাপন করতে পারেনি রিপাবলিকানরা।
ডেস্ক নিউজ/বিজয় টিভি