হংকং ইস্যুতে বাড়াবাড়ি করলে চোখ তুলে নেয়ার হুমকি দিয়েছে চীন।
বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ হুমকি দেয়া হয়। এর আগে হংকংয়ের ওপর চীনের স্বৈরাচারী আচরণ নিয়ে প্রশ্ন তোলে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার জোট ‘ফাইভ আইজ’।
যৌথ বিবৃতিতে তারা জানায়, বির্তকিত আইন কার্যকরের মাধ্যমে অঞ্চলটির গণতন্ত্রপন্থীদের মুখবন্ধ করার প্রক্রিয়া চালাচ্ছে বেইজিং। যা এ অঞ্চলের সার্বভৌমত্ব এবং বাক-স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। গেল সপ্তাহে নতুন আইন পাশ করে শি জিনপিং সরকার।
যাতে চীনের সার্বভৌমত্ব অস্বীকার করলে হংকংয়ের এমপিদের বহিষ্কারের বিধান রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় চার আইনপ্রণেতাকে বহিষ্কার করা হলে গণতন্ত্রপন্থী ১৯ জন এমপি পদত্যাগ করেন ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি