মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বার্তাসংস্থা বিবিসি আজ এক খবরে এ কথা জানায়।
তার মুখপাত্র জানান, সপ্তাহের শুরুতে ৪২ বছর বয়সী জুনিয়র ট্রাম্পের করোনা পরীক্ষা করা হয়। তবে, তার কোনো উপসর্গ নেই এবং স্বাস্থ্যবিধিও মেনে চলছেন তিনি। পরীক্ষার ফল জানার পর থেকেই কোয়ারেন্টিনে রয়েছেন তিনি।
বাবার নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জুনিয়র। ট্রাম্পের দ্বিতীয় ছেলে হিসেবে করোনায় আক্রান্ত হলেন জুনিয়র ট্রাম্প। এর আগে ১৪ বছরের ব্যারন ট্রাম্পও করোনায় আক্রান্ত হয়েছিলেন।
ডেস্ক নিউজ/বিজয় টিভি