গুয়াতেমালায় পার্লামেন্ট ভবনে আগুন দিয়েছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা। এসময় দুর্নীতিবিরোধী নানা স্লোগান দিয়ে সরকারের পদত্যাগ দাবি করে তারা।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে গুয়াতেমালার কংগ্রেসে বিতর্কিত একটি বাজেট পাস হয়। বাজেটে নাগরিক সুবিধা ও মানবিক সহায়তা খাতে বরাদ্দ কমিয়ে পার্লামেন্ট সদস্যদের জন্য সুযোগ-সুবিধা বাড়িয়ে দেয়া হয়।
এছাড়া, অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে আড়াই কোটি ডলার অর্থ সহায়তা বাতিল করা হয়েছে বাজেটে। দারিদ্র্যপীড়িত গুয়াতেমালা সবচেয়ে বেশি অপুষ্টির সমস্যা আক্রান্ত দেশগুলোর একটি। সম্প্রতি হারিকেন আয়োটায় পরিস্থিতি আরো খারাপ হয়।
ডেস্ক নিউজ/বিজয় টিভি