সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউয়ের নির্দেশনা বহাল থাকবে। এছাড়া, রাজ্যের ৫৮টি কাউন্টির ৪১টিতে নাগরিকদের ‘স্টে এট হোম’ অর্ডার দেয়া হয়েছে।
গত সপ্তাহেই রাজ্যটিতে ১০ লাখের বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়। আগামী ২৬ নভেম্বর থ্যাংকসগিভিং ডে’তে ভ্রমণ সীমিত করতে নাগরিকদের আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সাড়ে ১৪শ’ মানুষের মৃত্যু হয়েছে।
গত দু’দিনের তুলনায় দেশটিতে মৃত্যুর সংখ্যা কমেছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৬৭ হাজারের বেশি। একদিনে ১ লাখ ৬৭ হাজারের বেশি শনাক্ত হয়েছে। এ নিয়ে আটলান্টিক পাড়ের দেশটিতে আক্রান্ত ছাড়াল ১ কোটি ২৪ লাখ।
ডেস্ক নিউজ/বিজয় টিভি