সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রোববার দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফয়সাল মেকদাদকে নিয়োগ দিয়েছেন। ফলে তিনি গত সপ্তাহে মারা যাওয়া ওয়ালিদ মুয়াল্লেমের স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে একথা বলা হয়। খবর এএফপি’র।
বিবৃতিতে বলা হয়, মেকদাদ জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারিকে সহযোগিতায় উপ-পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি