বিশ্বজুড়ে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে ব্যর্থ হলে তৃতীয় ঢেউ আসতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির বিশেষ দূত ডেভিড নাবারোর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ আশঙ্কার কথা প্রকাশ করে।
হু’র এই বিশেষ দূত জানান, দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে না পারলে ২০২১ সালে তৃতীয় ঢেউ শুরু হতে পারে।
ডেভিড বলেন, ইউরোপের দেশগুলো, প্রথম ঢেউ নিয়ন্ত্রণে আসার পর গ্রীষ্মকালীন সময়ে ভাইরাস প্রতিরোধে অবকাঠামো তৈরিতে ব্যর্থ হয়। যার ফলে এখন দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে হচ্ছে। এর পরেও যদি প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ না করা যায় তাহলে আগামী বছরের শুরুতে তৃতীয় ঢেউ দেখা দিতে পারে।
এদিকে, যুক্তরাষ্ট্রে ১১ ডিসেম্বর থেকে করোনাভাইরাসের টিকা প্রদান শুরু হতে পারে বলে জানিয়েছেন, দেশটির কোভিড-১৯ টিকা কর্মসূচির প্রধান ড. মনসেফ স্লায়ুই।
ডেস্ক নিউজ/বিজয় টিভি