ছয় সপ্তাহের যুদ্ধ শেষে বাড়িঘর ছেড়ে পালানো আর্মেনীয় জনগোষ্ঠীর নাগরিকরা নাগর্নো-কারাবাখে ফিরতে শুরু করেছেন। গত কয়েকদিনে প্রায় ২৫ হাজার মানুষ ফিরে এসেছেন বলে জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নেতা আরাইক হারুতুনিয়ান।
তিনি জানান, যুদ্ধের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষ। তাদের ঘরবাড়ি ভেঙে গ্রামের পর গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফলে, বাধ্য হয়েই তারা নিরাপদ আশ্রয়ে পালিয়ে গিয়েছিলেন। অঞ্চলটিতে প্রায় দেড় লাখ মানুষ বসবাস করে। সামনের দিনগুলোতে আরও মানুষ ফিরবে বলেও জানান তিনি।
তবে, বিশেষজ্ঞদের মতে, আর্মেনিয়ায় যেভাবে বিক্ষোভ শুরু হয়েছে, তাতে অশান্তি আবারো শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি