ভারতের তামিল নাড়ু এবং পুদুচেরি রাজ্যের দিকে এগুচ্ছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় নিভার। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায়, তামিল নাড়ুর মামাল্লাপুরম এবং পুদুচেরির কারাইকাল শহরে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে জানিয়েছে চেন্নাইয়ের আবহাওয়া বিভাগ।
এদিকে, পুদুচেরির বন্দর এলাকায় ৭ নম্বর সতর্ক সংকেত জারি করেছে রাজ্য সরকার।
তামিল নাড়ু, পুদুচেরি এবং প্রতিবেশী অন্ধ্র প্রদেশে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর ১ হাজার ২শ সদস্য মোতায়েন করা হয়েছে। তিন রাজ্যেই ছুটি ঘোষণা করা হয়েছে এবং সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দেয়া হয়েছে। বন্ধ করা হয়েছে ফ্লাইট ও ট্রেন চলাচল। এছাড়া, রাজ্যজুড়ে ৪ হাজার ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।
ডেস্ক নিউজ/বিজয় টিভি