করোনাভাইরাস প্রতিরোধে নিজেদের তৈরি স্পুটনিক ফাইভ ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে রাশিয়া।
রাশিয়ার গণমাধ্যম দ্য মস্কো টাইমস এর তথ্য অনুযায়ী, গতকাল এক যৌথ বিবৃতিতে এ দাবি করেছে গ্যামালিয়া রিসার্চ সেন্টার ও রাশিয়ান ডিসট্রিক্ট ইনভেস্টমেন্ট। দ্বিতীয় দফা পরীক্ষায় এ ফল পাওয়া গেছে বলে জানিয়েছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে, প্রথম দফা পরীক্ষায় টিকাটি ৯২ শতাংশ কার্যকর বলে জানিয়েছিলো রাশিয়া। ট্রায়ালে স্বেচ্ছাসেবকদের প্রথম ডোজের ২৮তম দিনে করোনা সংক্রমণ রুখতে ৯১ দশমিক ৪ শতাংশ কার্যকরী হয়। ৪২তম দিনে কার্যকারিতা বেড়ে ৯৫ শতাংশ হয়েছে।
এদিকে, রাশিয়ান নাগরিকদের জন্য এ ভ্যাকসিন বিনামূল্যে বিতরণ করা হবে বলে জানিয়েছে আরডিএএফ।
ডেস্ক নিউজ/বিজয় টিভি