যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে ক্ষমা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার, টুইটারে দেয়া এক পোস্টে ট্রাম্প নিজেই এ সহযোগীকে ক্ষমা ঘোষণা করেন।
এসময়, এ ঘটনাকে বড় ধরনের সম্মানের বিষয় বলে আখ্যায়িত করে তার পরিবারকে অভিনন্দন জানান ট্রাম্প। ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তে এফবিআইকে মিথ্যা বলার অভিযোগে দোষী সাব্যস্ত হয় ফ্লিন। ২০১৭ সালে নিজের অপরাধ স্বীকার করে ট্রাম্পের সাবেক এ ঘনিষ্ঠ সহযোগী।
নিয়ম অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ নেয়ার আগেই আনুষ্ঠানিকভাবে যেকোন ক্ষমা ঘোষণা করতে হবে ট্রাম্পকে। সংবাদমাধ্যমগুলো জানায়, ফ্লিন ক্ষমা পেলে এটিই হবে ট্রাম্পের ক্ষমা পাওয়া সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি