যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বাইডেনের জয় নিশ্চিত হওয়ার প্রায় দুই সপ্তাহ পর তাকে এই বার্তা পাঠান চীনা প্রেসিডেন্ট।
বার্তায়, তিনি বিশ্বের অন্যতম দুই পরাশক্তির মধ্যে সৌহার্দপূর্ণ এবং স্থিতিশীল দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেন।
বর্তমান পরিস্থিতিতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। বাণিজ্য যুদ্ধ, করোনাভাইরাস মহামারি, হংকংসহ নানা ইস্যুতে বিশ্বের দুই পরাশক্তির মধ্যকার সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বিশ্বনেতারা আগেই বাইডেনকে অভিনন্দন জানালেও এতদিন নীরবতা বজায় রেখেছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং।
নিউজ ডেস্ক/বিজয় টিভি