যুক্তরাষ্ট্র থেকে শূকরের মাংস আমদানিকে কেন্দ্র করে তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রী সু তিসেং-চ্যাং পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে জবাব দেয়ার সময় প্রধান বিরোধী দলের সদস্যরা তাকে লক্ষ্য করে শূকরের নাড়িভুঁড়ি ছুঁড়ে মারেন। পরে, দফায় দফায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্র থেকে শূকর ও গরু আমদানি নিয়ে তাইওয়ানে উত্তেজনা চলছে। এ নিয়ে শুক্রবার পার্লামেন্টে আলোচনার কথা থাকলেও বিতর্ক বন্ধের দাবি তোলে বিরোধীরা।
তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র থেকে যে শূকরের মাংস আমদানির অনুমতি দেয়া হয়েছে তাতে র্যাক্টোপামিন রয়েছে। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় তাইওয়ানের সাবেক সরকার ও ইউরোপীয় ইউনিয়ন এর আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল।
ডেস্ক নিউজ/বিজয় টিভি