তাইগ্রের আঞ্চলিক রাজধানী মেকেল্লের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছেন, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ।
টুইটারে এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী জানান, সেনাবাহিনী ঐ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে এবং টিপিএলএফ-এর হাতে আটক হওয়া কয়েক হাজার সেনাকে মুক্ত করা হয়েছে।
বেসামরিক নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই অভিযান চালানো হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আবি জানান, আপাতত অঞ্চলটিতে সেনা অভিযান স্থগিত রয়েছে।
সংবাদসংস্থা রয়টার্সকে দেয়া এক বার্তায় টিপিএলএফ নেতা দেব্রেতসিয়ন গেব্রেমাইকেল যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে সরাসরি মন্তব্য না করে সরকারি বাহিনীর নৃশংসতার জবাব যুদ্ধের মাধ্যমে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আবি আহমেদ সংগঠনটিকে প্রতিহত করার ঘোষণা দিলে এ মাসের শুরুতে সংঘাতের শুরু হয়।
ডেস্ক নিউজ/বিজয় টিভি