ব্রহ্মপুত্র নদের উজানে অর্থাৎ ‘ইয়ারলুং জ্যাংবো’ নদীতে বাঁধ দিয়ে ৬০ গিগাওয়াটের বিশাল জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্প শুরু করতে চলেছে চীন। ইতোমধ্যেই যার প্রাথমিক কাজও শুরু করে দিয়েছে দেশটি।
সোমবার (৩০ নভেম্বর) পাওয়ার কন্সট্রাকশন অব চায়নার চেয়ারম্যান ইয়ান ঝিইয়ংয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
বেইজিংয়ে এক কনফারেন্সে ব্রহ্মপুত্রের এ বাঁধকে ঐতিহাসিক সুযোগ আখ্যায়িত করে ইয়ান ঝিইয়ং বলেছেন, এটি কেবলমাত্র দেশের শক্তি পরিকল্পনাগুলো পূরণেই সহায়তা করবে না, একইসঙ্গে পানি সরবরাহের সুরক্ষাও জোরদার করবে। এরই অংশ হিসেবে কর্তৃপক্ষের কাছে একটি সুষ্পষ্ট প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী বছর ১৪তম এ চূড়ান্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি