ইন্দোনেশিয়ায় মহামারি করোনাভাইরাসে দুর্গত লোকজনের খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়নে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে দেশটির সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী জুলিয়ারি বাতুবারার বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়।
ইন্দোনেশিয়ার দুর্নীতিবিরোধী সংস্থা এরই মধ্যে বাতুবারার কয়েকটি সুটকেস, ব্যাকপ্যাক এবং কয়েকটি খাম আটক করেছে। যার মধ্যে ১২ লাখ ডলার সমমূল্যের অর্থ পাওয়া গেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ নিয়ে প্রেসিডেন্ট জোকো উইদোদো সরকারের দ্বিতীয় কোনো মন্ত্রী দুর্নীতির ঘটনায় গ্রেফতার হলেন।
দেশটির প্রেসিডেন্ট বলেন, করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ার পর জাতীয় অর্থনীতি পুনরুদ্ধার করতেই এ বরাদ্দ দেয়া হয়। যারা এমন দুর্নীতির সঙ্গে জড়িত তাদের ছাড় দেয়া হবে না।
ডেস্ক নিউজ/বিজয় টিভি