ভারতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক ব্যর্থ হওয়ায় সরকারের সঙ্গে আজকের বৈঠক বাতিল করেছে কৃষক নেতারা।
মঙ্গলবার সন্ধ্যায়, কৃষক নেতাদের সঙ্গে আলোচনায় বসেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার তিনটি বিতর্কিত আইন প্রত্যাহারে রাজি না হওয়ায়, সিদ্ধান্তে অনড় থাকেন কৃষক নেতারা। প্রস্তাব জানিয়ে কৃষকদের কাছে আজ একটি চিঠি পাঠানোর কথা রয়েছে সরকারের পক্ষ থেকে। এরপর, সিংঘু সীমানায় বৈঠক করবেন কৃষক সংগঠনের নেতারা। সরকারের প্রস্তাব, কৃষক নেতারা আগে আলোচনা করে নিয়ে তারপর বৈঠকে বসুক।
তবে, বৃহস্পতিবারও কৃষক সংগঠনের নেতারা বৈঠকে যোগ দেবেন কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি