টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে মনোনীত হয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
বৃহস্পতিবার, ২০২০ সালের সেরা ব্যক্তিত্ব হিসেবে যৌথভাবে দু’জনের নাম ঘোষণা করে দেশটির প্রভাবশালী এই ম্যাগাজিন। করোনা মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধারা এবার পাঠকদের ভোটে স্বীকৃতির জন্য এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় চূড়ান্তভাবে টাইমের পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হলেন বাইডেন।
এছাড়া, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ও আফ্রিকান বংশোদ্ভূত প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কমলা হ্যারিসকেও এ সম্মাননা দেয়া হয়েছে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি