যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বর্ণবাদবিরোধী আন্দোলনকারীদের ওপর গাড়ি নিয়ে হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে ম্যানহাটানে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ছয় বিক্ষোভকারী আহত হয়েছেন।
পুলিশ জানায়, বর্ণবাদবিরোধী আন্দোলনে অন্তত অর্ধশত মানুষ অংশ নেয়। এ সময় কয়েকজন আন্দোলনকারী একটি থেমে থাকা গাড়ির চারপাশে ভিড় করেছিল। তখনই চালক গাড়িটি তাদের ওপর তুলে দেয়।
এ ঘটনায় নারী চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে কারও অবস্থাই গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।
ডেস্ক নিউজ/বিজয় টিভি