পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে দেশটির বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মীরা বিক্ষোভ র্যালি করেছেন।
দেশটির ১১টি বিরোধী দলের সমন্বয়ে গঠিত ‘পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট’র উদ্যোগে রোববার দেশটির কেন্দ্রীয় শহর লাহোরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
করোনাভাইরাসের বিধি-নিষেধ থাকার পরও তারা এ বিক্ষোভ র্যালি করেন। একই সঙ্গে তারা রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন। এ সময় জানুয়ারিতে দেশটির রাজধানী ইসলামাবাদে বিক্ষোভের পরিকল্পনার কথা জানায় বিক্ষোভকারীরা।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দলগুলো এ আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছেন।
ডেস্ক নিউজ/বিজয় টিভি