জার্মানীতে ফ্রাংকফ্রুটসহ আটটি বিমানবন্দরের কয়েকশ ফ্লাইট মঙ্গলবার বাতিল করা হচ্ছে।
বেতন নিয়ে বিরোধের জেরে নিরাপত্তা কর্মীরা ধর্মঘটে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এডিভি এয়ারপোর্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, এই ধর্মঘটের কারণে অন্তত দুই লাখ ২০ হাজার যাত্রী ভোগান্তিতে পড়বে।
ফ্রাংকফ্রুট বিমানবন্দরের অপারেটর ফ্রাপোর্ট ধর্মঘটের সময় বিমানবন্দরে যাত্রীদের না আসার জন্য অনুরোধ জানিয়েছে। জার্মানীর লুফথানসা বিমান কর্তৃপক্ষ এই উত্তেজনাকে ‘অগ্রহণযোগ মাত্রায়’ নিয়ে যাওয়ার জন্য ভারদিকে দায়ী করেছে। এডিভি এয়ারপোর্ট অ্যাসোসিয়েশন এই ধর্মঘটকে ‘দায়িত্বহীন’ উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি