আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে নতুন এক দফা শান্তি আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সাম্প্রতিক মাসগুলোতে আলোচনায় অগ্রগতি না থাকায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।
স্থানীয় সময় শনিবার (১৯ জুলাই) রাতে জাতির উদ্দেশে ভাষণে জেলেনস্কি বলেন, “যুদ্ধবিরতির জন্য যা যা করা দরকার, তা করতে হবে। রাশিয়ার পক্ষ যেন সিদ্ধান্ত নেওয়া থেকে পালিয়ে না যায়।”
তিনি আরও বলেন, “সত্যিকারের শান্তি নিশ্চিত করতে শীর্ষ পর্যায়ে সরাসরি বৈঠক হওয়া জরুরি। আমি পুতিনের সঙ্গে সামনাসামনি আলোচনার জন্য প্রস্তুত।”
জেলেনস্কি জানান, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের নতুন সচিব রুস্তেম উমেরভ আলোচনার প্রস্তাবটি রুশ প্রতিনিধিদের কাছে পৌঁছে দিয়েছেন। উমেরভ গত সপ্তাহেই দায়িত্ব গ্রহণ করেন এবং আগের দুই দফা আলোচনায় তুরস্কে ইউক্রেনীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন।
তবে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে এই প্রস্তাবের কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি।
এর আগে অনুষ্ঠিত আলোচনাগুলোতে রাশিয়া যে কঠোর শর্ত রেখেছিল—যেমন চারটি ইউক্রেনীয় অঞ্চল রাশিয়াকে ছেড়ে দেওয়া ও পশ্চিমা সামরিক সহায়তা বর্জনের দাবি—তা ইউক্রেনের জন্য ছিল অগ্রহণযোগ্য।
তবে সাম্প্রতিক সময়ে কিছুটা ভিন্ন সুরে কথা বলেছে মস্কো। শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, জেলেনস্কির “আরও গতি আনার” বক্তব্যের সঙ্গে মস্কো একমত।