যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন আরো একটি বৈশিষ্ট্য শনাক্ত হয়েছে।
বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এ শনাক্তের কথা জানান। মঙ্গলবারই প্রথমবারের মতো লন্ডন ও পশ্চিম ইংল্যান্ডের দুই ব্যক্তির মধ্যে এটি শনাক্ত হয়। দক্ষিণ আফ্রিকা সফর করে এসেছে এমন ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন তারা।
দক্ষিণ আফ্রিকায় প্রজাতিটি শনাক্তের পর দেশটির সাথে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন।
স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক এটাকে উদ্বেগজনক উল্লেখ করে, সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে, দক্ষিণ আফ্রিকায় এরইমধ্যে ভাইরাসটি নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানায়, সুস্বাস্থ্যের অধিকারীরাও ভীষণ অসুস্থ হয়ে পড়ছে। বিজ্ঞানীরা জানিয়েছে, ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং সংক্রমিত করার মাত্রাও বেশি।