ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে।
নবগঠিত মন্ত্রী পরিষদের সদস্যদের বহনকারী একটি উড়োজাহাজ বিমানবন্দরে অবতরণের পরপরই বুধবার শক্তিশালী বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে। তবে, এ হামলায় মন্ত্রীরা সবাই অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। এ সময় প্রধানমন্ত্রী মঈন আব্দুল মালিকসহ মন্ত্রিসভার সদস্যদের নিরাপদে রাষ্ট্রপতি ভবনে স্থানান্তর করা হয়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হুতিদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং তারা এ হামলার দায়ও অস্বীকার করেছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি