অবশেষে ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাজ্য।
গণভোটের রায়ের সাড়ে তিন বছর পর আজ ঘটনাবহুল এ বিচ্ছেদ ঘটলো। তবে এ বিচ্ছেদ পুরোপুরি কার্যকর হবে এ বছরের শেষ নাগাদ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ ঘটনাকে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। এর ফলে এখন থেকে আমন্ত্রণ ছাড়া ইইউ’র কাউন্সিল সামিটে অংশ নিতে পারবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী।
এমনকি ব্রিটিশ মন্ত্রীরাও ইইউ’র কোনো বৈঠকে যেতে পারবেন না। দীর্ঘদিন দর-কষাকষির পর কয়েকদিন আগে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিতে একমত হয় যুক্তরাজ্য ও ইইউ।
নতুন এ চুক্তি অনুযায়ী, যুক্তরাজ্যের উৎপাদনকারীরা ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে।