করোনার উৎপত্তি তদন্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দলকে চীনে প্রবেশের অনুমতি দেয়নি বলে অভিযোগ করেছে সংস্থাটি।
মঙ্গলবার, জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস। করোনার উৎপত্তি অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দলের এ বছরের প্রথমেই চীনের হুবেই প্রদেশের উহানে যাওয়ার কথা ছিল। কিন্তু, দলের দু’জন সদস্য চীনের উদ্দেশ্যে রওনা দিলেও তাদের প্রবেশের অনুমতি দেয়নি বেইজিং।
এ বিষয়ে হতাশা প্রকাশ করে সংস্থাটির মহাপরিচালক, এ মিশনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে চীনের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান।