সবার জন্য টিকা প্রয়োগের বিধান রেখে ফাইজার-বায়োএনটেক উৎপাদিত করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া।
রোববার, সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। এসময় দেশটির স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট টিকা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।
ফেব্রুয়ারিতে টিকাদান কর্মসূচি শুরুর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, দেশটির সম্মুখসারির যোদ্ধাদের প্রথম পর্যায়ে ভ্যাকসিন দেয়া হবে। সপ্তাহে ৮০ হাজার ডোজ প্রয়োগের লক্ষ্যমাত্রা রয়েছে জানিয়ে হান্ট ১৪ কোটি ডোজ টিকার কথা নিশ্চিত করেন।
তবে, অস্ট্রেলিয়ায় সীমান্ত নিষেধাজ্ঞাগুলি আগের মতোই বলবৎ থাকবে বলেও জানান তিনি। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ১০৭তম অবস্থানে রয়েছে দেশটি।