মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন দেশটির সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
আজ থেকেই চিকিৎসকরা অং সান সু চির মুক্তি দাবিতে কাজ বন্ধ রাখবেন বলে জানিয়েছেন।
এদিকে, মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ‘অপরিহার্য’ছিল বলে দাবি করেছেন সেনাপ্রধান জেনারেল মিং অং হ্লাং।
অন্যদিকে, সেনা অভ্যুত্থানের প্রতিবাদে সাগাইং অঞ্চলে মংগিওয়া হাসপাতালের অবেদনবিদ নায়িং হিতু অং পদত্যাগ করেছেন। গেল বছর নভেম্বরের নির্বাচনে জালিয়াতি নিয়ে সু চি-র সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা টানাপড়েন চলছিল। ওই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় সু চি-র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি।
কিন্তু, গত সোমবার সংসদের অধিবেশন হওয়ার আগেই সেনা অভ্যুত্থান ঘটে।