প্রচণ্ড তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে । জরুরি কারণ ছাড়া কাউকে কোথাও যেতে নিষেধ করা হয়েছে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন স্থানে প্রায় ২ থেকে ৩ ফুট করে পুরু বরফের স্তর জমে গিয়েছে। সেই সঙ্গে চলছে প্রবল ঝড়ো হাওয়া। এবারের বিপর্যয়কে অন্যতম ভয়ঙ্কর বলে ধরা হচ্ছে।
এদিকে, নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, পেনসিলভ্যানিয়ার স্কুল ও অফিস বন্ধ রাখা হয়েছে। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। আপাতত স্থগিত রয়েছে করোনার টিকাদান কার্যক্রমও।