মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এদিকে, বিক্ষোভকে কেন্দ্র করে রাতভর অভিযান চালিয়ে লোকজনকে আটক করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর থেকেই রাজপথে বিক্ষোভ-সমাবেশ করে যাচ্ছে সাধারণ মানুষ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবার দাবি জানিয়ে আসছেন।
এদিকে, নিরাপত্তা বাহিনী দেশজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করায় আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে জনগণ। নিরাপত্তাবাহিনীর সদস্যদের দেখলেই থালাবাসন বাজিয়ে অন্যদের সতর্ক করে দিচ্ছেন তারা।
জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছে, অভ্যুত্থানের পর দেশটিতে শুক্রবার পর্যন্ত সাড়ে তিনশর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।