মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত টিকার এক ডোজ ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার জাতিসংঘের এ সংস্থাটি টিকাটির অনুমোদন দেয়।
জনসনের এক ডোজের এই টিকা বেশ নিরাপদ ও কার্যকর উল্লেখ করে সংস্থাটি জানায়, টিকাটি ফাইজার বা মডার্নার মতো ফ্রিজারে খুব কম তাপমাত্রায় না রেখেই সাধারণ ফ্রিজে রাখলেই হয়। ডব্লিউএইচও-এর এ অনুমোদনের পর ‘কোভ্যাক্স’ প্রকল্পের আওতায় নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে জনসনের টিকা পৌঁছে দেয়া হবে।
টিকাটির অনুমোদন দিয়ে সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানাম গ্রেব্রিয়াসিস বলেন, এই ভ্যাকসিনটি অসমতা দূর করতে সহায়তা করবে এবং কোনও দেশ বা মানুষকে বাদ দেয়া চলবে না।