২০২২ সালের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য ১০০ কোটি ডোজ করোনার ভ্যাকসিন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া, জাপান, ভারত ও যুক্তরাষ্ট্র।
শুক্রবার এক ভার্চুয়াল বৈঠকে, চার দেশের সমন্বয়ে গঠিত কোয়াড গোষ্ঠীর শীর্ষ নেতারা এই প্রতিশ্রুতি দেয়।
এতে বলা হয়, জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা ভারতে উৎপাদন করে তা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সরবরাহ করা হবে। এতে অর্থায়ন করবে ইউএস ডেভেলপমেন্ট ফিন্যান্স করপোরেশন, জাইকা ও জাপান ব্যাংক অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন। আর প্রযুক্তি সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। অর্থ, লজিস্টিক সাপোর্ট এবং প্রশিক্ষণ দানসহ বিভিন্ন দেশে টিকা পৌঁছে দেবে অস্ট্রেলিয়া। এসময় চারটি দেশ একজোট হয়ে করোনার টিকা তৈরির প্রক্রিয়ায় গতি আনতে সম্মত হয়।